সিরিয়ায় বিমান হামলায় নিহত ২৩

0 ১,১৯৭

আন্তর্জাতিক ডেস্ক :  সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) অধ্যুষিত দেইর আল-জোর প্রদেশে বিমান হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে একটি পর্যবেক্ষক দল। নিহতদের অধিকাংশই সাধারণ নাগরিক বলে জানিয়েছে ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, ইরাকের সীমান্তবর্তী দেইর আল-জোর প্রদেশের আল বুকমাল শহরে মার্কিন নেতৃত্বাধীন জোট ওই হামলা চালিয়েছে।
যুদ্ধবিমানটি মসজিদ সংলগ্ন একটি আবাসিক এলাকায় হামলা চালালে ওই নিহতের ঘটনা ঘটে।
আইএস সমর্থনপুষ্ট মিডিয়া আমাক বলছে, যৌথ বাহিনীর বিমান হামলায় ১৫ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছে।
তবে মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনীর একজন মুখপাত্র এখনই এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
প্রসঙ্গত, দেইর আল-জোরের অধিকাংশ এলাকাই দখলে নিয়েছে আইএস। তাছাড়া সিরিয়া সরকারের একটি বিমানঘাঁটিও দখলে নিয়েছে জঙ্গি গোষ্ঠীটি।- রয়টার্স।

Leave A Reply

Your email address will not be published.