সিলেটে করোনা সন্দেহে প্রবাসী কোয়ারেন্টাইনে

0 ২৬৭

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম: সিলেটে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে এক প্রবাসীকে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৯ ফেব্রুয়ারি ওই প্রবাসী দুবাই থেকে দেশে ফেরেন। এরপর তিনি জ্বর, সর্দি-কাশিতে আক্রান্ত হন। তিনি চিকিৎসা নিতে বুধবার (৪ মার্চ) স্থানীয় রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে গেলে তাকে ঢাকায় যাওয়ার পরামর্শ দেন সেখানকার চিকিৎসকেরা ।

ওইদিন রাতেই তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসা নিতে গেলে তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে কোয়ারেন্টাইনের জন্য পাঠানো হয়।

সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল এ তথ্য জানিয়ে বলেন, জ্বর এবং বিদেশফেরত হিসেবে তাকে সন্দেহ করা হচ্ছে। তাই ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) মেডিকেল বোর্ড গঠন করে তাকে আরও পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

Leave A Reply

Your email address will not be published.