সীমান্তে বিএসএফ এর গুলিতে ১ বাংলাদেশী যুবক নিহত লাশ উদ্ধার করতে পারেনি বিজিবি

২৫৮
ফাইল ছবি

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের পূর্ব কাউয়ারচর গ্রামের সামনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে ১ বাংলাদেশী নিহত হয়েছেন। ১২ ফেব্রুয়ারী শনিবার দিনগত রাত আনুমানিক ২ টার দিকে সীমান্তের ১০৫৭ টি ৩৩ পিলারের কাছে এই মৃত্যুর ঘটনা ঘটে। নিহত ব্যাক্তি হরিণ ধরা গ্রামের মজিবুরের পুত্র ফরিদুল ইসলাম (১৯)।

রাতারাতি ভারতীয় বিএসএফ লাশটি নিয়ে যায়। লাশটি ফেরতের জন মেসেস দেয়া হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে নেয়া হবে।  স্থানীয় সূত্রে জানা গেছে, দাঁতভাঙ্গা ইউনিয়নের হরিণ ধরা গ্রামের মজিবুরের পুত্র ফরিদুল ইসলাম পুর্ব কাউয়ারচর ১০৫৭ পিলারের কাছে গরু পারাপারের সময় ভারতের কুকুরমারা ক্যাম্পের টহলরত বিএসএফের গুলিতে নিহত হয়েছে।

তারা আরও জানান, ১৫ থেকে ২০ জনের একটি দল গতকাল শনিবার রাতে ভারতীয় সীমান্ত কাটাতার সংলগ্ন স্থানে গরু পাচার করতে গেলে তাদেরকে লক্ষ করে গুলি ছুরলে অন্যরা দৌড়ে বেচে গেলেও ফরিদুলের শরীরে গুলিবিদ্ধ হয়ে মারাযায়। পরে লাশটি বিএসএফ তাদের কেম্পে নেয়।

ইউপি সদস্য হাফেজ শাহজাহান আলী বলেন, সকালে লোক মারফত জানতে পারি হরিণধরা গ্রামের মজিবুরের পুত্র ফরিদুল ইসলাম কাউয়ারচর গ্রামে ভারতীয় সীমান্তে গরু আনতে গিয়ে বিএসএফ এর গুলিতে নিহত হয়েছে এবং লাশটি বিএসএফ নিয়ে গেছে।

দাঁতভাঙ্গা ক্যাম্প কমান্ডার আনছার আলীর সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান, সকালে জানতে পারি রাতে গরু পাচার কালে ভারতীয় বিএসএফ এর ককটেল নাকি গুলিতে নিহত হয়েছে ফরিদুল। আমরা বিএসএফ ক্যাম্পের সাথে যোগাযোগ করছি। পতাকা বৈঠকের মাধ্যমে লাশটি আনা হবে ।

Comments are closed.