সুখটানে দুঃখ দিয়ে সিগারেটের দাম দ্বিগুণ

0 ১,৩০৮

আন্তর্জাতিক ডেস্ক : একলাফে দ্বিগুণ দাম বাড়ল সিগারেট ও বিভিন্ন পানীয়ের৷ এর জেরে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হয়েছে প্রবল বিতর্ক৷ ইতিমধ্যে সরকার কর বাবদ যে আয় করছে তাকে ‘পাপ কর’ বলে চিহ্নিত করা হয়েছে৷

বিবিসি জানাচ্ছে, সংযুক্ত আরব আমিরশাহীতে ধূমপায়ী এবং ক্যাফেইন যুক্ত পানীয়ের ক্রেতাদের আজ থেকে দ্বিগুণ দাম দিতে হবে৷ পাশাপাশি সফট ড্রিংকসের দামও ৫০ শতাংশ বাড়ল৷

রিপোর্টে বলা হয়েছে, জ্বালানী তেলের দাম পড়ে যাবার কারণে সরকারের রাজস্ব ঘাটতি মেটাতেই ধূমপান সহ বিভিন্ন ক্ষেত্রে এই বাড়তি কর আরোপ করা হলো৷ আমিরশাহী সরকারের যুক্তি, ক্যাফেইনযুক্ত পানীয় ও তামাকের দাম বাড়ায় ক্রেতারা অস্বাস্থ্যকর এসব পণ্য থেকে দূরে থাকবেন৷
এর আগে সৌদি আরব সরকার একইভাবে দাম বাড়িয়েছে৷

বিবিসি জানাচ্ছে, মধ্যপ্রাচ্য অঞ্চলে তামাক এবং অতিরিক্ত চিনি দেওয়া পানীয়ের দাম বিশ্বে অন্যান্য অনেক দেশের তুলনায় খুবই কম। তামাক সেবন ও অতিরিক্ত মিষ্টি পানীয় ক্ষতিকারক৷ মূল্যবৃদ্ধির মাধ্যমে সরকার আশা করছে ক্রেতারা এসব পণ্য কেনার আগে দুবার চিন্তা করবে।

Leave A Reply

Your email address will not be published.