সেন্ট পিটার্সবার্গে পাতাল রেলে বিস্ফোরণে নিহত ১০

0 ১,৩৬১

আন্তর্জাতিক ডেস্ক :  রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরের দুটো পাতাল রেল স্টেশনে বিস্ফোরণে এখন পর্যন্ত অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।শহরের গভর্নরকে উদ্ধৃত করে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানাচ্ছে ৫০ জনের মত আহত হয়েছে।
রয়টার্স বার্তা সংস্থা জানাচ্ছে শহরের দুটো পাতাল রেল স্টেশনে দুটো রেল কামরায় বিস্ফোরণ হয়েছে
সামাজিক গণমাধ্যমে প্রচারিত ছবিতে দেখা যাচ্ছে সেনায়া একটি স্টেশনে একটি রেল কামরার দরজা উড়ে গেছে এবং আশেপাশে আহত-নিহতরা পড়ে রয়েছে।
আক্রান্ত অন্য স্টেশনটির নাম টেকনোলজিস্কি ইনস্টিটিউট।
দুটো স্টেশনই শহরের কেন্দ্রে।

সেন্ট পিটার্সবার্গের বাসিন্দা পার্থ সারথি সূত্রধর বিবিসি বাংলাকে জানিয়েছেন, স্টেশন দুটো খুবই ব্যস্ত থাকে। পিক আওয়ার অর্থাৎ অফিসের সময়ে এই বিফোরণ হলে হতাহতের সংখ্যা অনেক বাড়তো হয়তো।
তিনি বলেন, গত ৫০ বছরে এই শহরের পাতাল রেলে কখনই কোনো হামলা হয়নি। “ফলে জনমনে এক ধরণের প্যানিক তৈরি হয়েছে।”
প্রেসিডেন্ট পুতিন আজ সকালেও সেন্ট পিটার্সবার্গে ছিলেন । তবে এখন তিনি শহরের বাইরে।
মি পুতিন বলেছেন সন্ত্রাসী হামলা হতে পারে, তবে অন্যান্য কারণও দেখা হচ্ছে।
সেন্ট পিটার্সবার্গের পাতাল রেল ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে।
অন্যদিকে মস্কো মেট্রোর কর্মকর্তারা জানিয়েছেন তারা অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা নিয়েছেন।-বিবিসি বাংলা

Leave A Reply

Your email address will not be published.