সেভেরোদোনেৎস্কে তুমুল লড়াই, প্রতি ঘণ্টায় পরিস্থিতি পাল্টাচ্ছে

২১১
ইউক্রেনের সেভেরোদোনেৎস্কের লড়াইস্থলে পরিস্থিতি ঘণ্টায় ঘণ্টায় পরিবর্তন হচ্ছে। ছবি : সংগৃহীত

ইউক্রেনের সেভেরোদোনেৎস্কে তুমুল লড়াইয়ের খবর পাওয়া গেছে। সেখানে ঘণ্টায় ঘণ্টায় পরিস্থিতি পরিবর্তন হচ্ছে বলে জানিয়েছেন শহরটির মেয়র। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে আজ মঙ্গলবার এ কথা জানানো হয়।

সেভেরোদোনেৎস্কের মেয়র ওলেক্সান্দ্র স্ট্রিউক বলেন, ‘যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি প্রতি ঘণ্টায় বদলাচ্ছে। তবে রুশ বাহিনীকে জবাব দিতে ইউক্রেনের সামরিক বহরে যথেষ্ট সংখ্যক সেনা রয়েছে। আমরা আশাবাদী, আমাদের সামরিক বাহিনীর ওপর আমাদের আস্থা রয়েছে। কাউকেই ছেড়ে দেওয়া হবে না।’

মেয়র ওলেক্সান্দ্র স্ট্রিউক বলেন, ‘কয়েক দিন আগে মনে হচ্ছিল, শিল্পনগরী সেভেরোদোনেৎস্কের দখল নিতে যাচ্ছে রাশিয়া। কিন্তু ইউক্রেনের বাহিনী এরই মধ্যে সে পরিস্থিতি পাল্টে অনেকাংশই নিজেদের দখলে আনতে সক্ষম হয়েছে।’

 গতকাল সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘আমাদের বীরেরা সেভেরোদোনেৎস্কে নিজেদের অবস্থান ধরে রেখেছেন। শহরটির পথে পথে তুমুল লড়াই চলছে।’

Comments are closed.