‘সেরা সাতারুর খোঁজে বাংলাদেশ’এর ঠাকুরগাঁও জেলা পর্যায়ে বাছাই

0 ৯৯৮

mail.google.comআল মাহামুদুল হাসান বাপ্পি, ঠাকুরগাঁও :  ঠাকুরগাঁওয়ে “সেরা সাতারুর খোঁজে বাংলাদেশ” এই শ্লোগান নিয়ে জেলা পর্যায়ে সাতারু বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ পুকুরে বাংলাদেশ সাতার ফেডারেশনের আয়োজনে নৌবাহিনীর সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁওয়ে প্রথম বারের মতো এ প্রতিযোগিতায় ১১ থেকে ১৮ বছর বয়সের ৬৪ জন ছেলে অংশগ্রহন করেন। এর মধ্য থেকে মোট ১০ জনকে জেলা পর্যায়ে বাছাই করা হয়।
প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সদর উপজেলা নিবার্হী অফিসার আশরাফুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান, নৌবাহিনীর কমান্ডার এসএম মাহমুদুর রহমান, লে: কমান্ডার এম নাহিদ হাসান, নাঈমুল হক, জাতীয় সুইমিং ফেডারেশনের সহ-সভাপতি আব্দুল মান্নান, সুইমিং ফেডারেশনের জাতীয় কোচ তেগুন পার্ক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু প্রমুখ।
সেরা ১০ জন বিজয়ীকে ম্যাডেল, সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান করা হয় ।
এ প্রতিযোগিতার আওতায় ৬৪টি জেলা থেকে বাছাই পর্ব শেষে এক হাজার সাঁতারুকে বাছাই করে ঢাকায় নিয়ে প্রশিক্ষণ দেয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.