স্ত্রীর অনুরোধ রাখতে গিয়ে প্রধানমন্ত্রীর পদ ছাড়লেন জন কি

0 ১,১০৬

new-zealand20161205093112আন্তর্জাতিক ডেস্ক : হঠাৎ করেই পদত্যাগের ঘোষণা দিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি। এক ঘোষণায় কি বলেন, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর পদ থেকে অব্যাহতি দিচ্ছেন তিনি। এর ফলে তার দীর্ঘ আট বছরের দায়িত্বের অবসান ঘটছে। খবর বিবিসির।

আবেগঘন এক বিবৃতিতে কি বলেন, ‘আমার জীবনে নেয়া সবচেয়ে কঠিন সিদ্ধান্ত এটা। আমি জানি না পরবর্তীতে আমি কি করব?’

নতুন প্রধানমন্ত্রী হিসেবে কেউ দায়িত্ব না নেওয়া পর্যন্ত উপ-প্রধানমন্ত্রী বিল ইংলিশই প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

নিউজিল্যান্ডে খুবই জনপ্রিয় কি। স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, স্ত্রীর অনুরোধেই পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

২০১৪ সালে ন্যাশনাল পার্টি থেকে তৃতীয়বারের মত প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন কি। এক ঘোষণায় কি জানিয়েছেন, ২০১৭ সালের নির্বাচনেও অংশ নেবেন না তিনি।

Leave A Reply

Your email address will not be published.