সৎ নির্ভীক সাংবাদিকতা দেশ ও জাতির মঙ্গল বয়ে আনে

0 ২৬০

নওগাঁ প্রতিনিধি:  খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, গণমাধ্যম হচ্ছে গণতন্ত্রের প্রধান সহায়ক। সাংবাদিকগণ হচ্ছেন জাতির জাগ্রত বিবেক, সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সৎ, নির্ভীক সাংবাদিকতা দেশ ও জাতির জন্য মঙ্গল বয়ে আনে।

শুক্রবার রাতে নওগাঁ জেলা প্রেস ক্লাবের নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আজ সকল গণমাধ্যম গুলো স্বাধীনভাবে কাজ করছে ও যা অন্য কোন সরকারের আমলে হয় নাই। তিনি আরও বলেন, সাংবাদিকরা জাতিকে স্বপ্ন দেখতে শেখায়। বর্তমান সরকারের যে উন্নয়ন, সেগুলো গনমাধ্যমে তুলে ধরে দেশবাসীকে উন্নয়নের কথা জানাতে হবে। এছাড়াও এলাকার সমস্যার কথাগুলো মিডিয়ায় প্রকাশ করলে, তার আলোকে কাজ করতে সরকারের সুবিধা হয়।

এসময় নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের উন্নয়নে সাংবাদিকদের কাজ করার আহবান জানান মন্ত্রী।

অনুষ্ঠানে জেলা প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ সরকার মনির সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ এ,কে,এম ফজলে রাব্বি বকু।

 

এছাড়াও বক্তব্য রাখেন ছলিম উদ্দিন তরফদার এমপি ও আনোয়ার হোসেন হেলাল এমপি, জেলা প্রশাসক হারুন অর রশীদ, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম সাবেক এমপি শাহিন মনোয়ারা হক, জেলা মুক্তিযুদ্ধো সংসদের সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার হারুন অল রশিদ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি নবির উদ্দীন, সাধারন সম্পাদক মোশারফ হোসেন প্রমুখ।

 

এর আগে প্রধান অতিথি নবনির্বাচিত কমিটির সকল সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন। পরে এক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।

 

Leave A Reply

Your email address will not be published.