৬ মাসে ভূমধ্যসাগরে প্রায় ৩ হাজার জনের মৃত্যু

0 ৮২৭

10881_44আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে যাওয়ার সময় গত ছয় মাসে অন্তত তিন হাজার অভিবাসীর মৃত্যু হয়েছে। এই হার গত বছরের চেয়ে ৩৭ ভাগ বেশি।
আন্তর্জাতিক অভিবাসন তথ্য বিশ্লেষণ কেন্দ্র ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনস গ্লোবাল মাইগ্রেশন ডাটা অ্যানালাইসিস সেন্টারের (জিএমডিএসি) এক প্রতিবেদনে দুই হাজার ৯০১ জনের কথা উল্লেখ করা হয়েছে।
সংস্থাটি বলছে, নিহতদের মধ্যে দুই হাজার ৪৮৪ জন উত্তর আফ্রিকা থেকে ইতালি যাওয়ার পথে সাগরে ডুবে মারা গেছেন। তবে গত ছয় মাসে একই পথ দিয়ে ৭০ হাজার জন ইতালি যেতে সক্ষম হয়েছেন।
জিএমডিএসির পরিচালক ফ্র্যাংক লাজকোর মতে, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়া লোকের সংখ্যা আগের বছরের চেয়ে চলতি বছরে তেমন একটা বাড়েনি। কিন্তু মৃত্যুর উচ্চ ঝুঁকি ক্রমবর্ধমান রয়েছে।
লাজকো বলেন, অভিবাসন প্রত্যাশীদের কল্যাণের ব্যাপারে পাচারকারীদের কোনো আগ্রহ নেই। বরং তারা অর্থের লোভে সমুদ্রে চলাচলের উপযুক্ত নয় এমন নৌকায় ঠাঁসাঠাঁসি করে লোক তুলে দিচ্ছে।ব্রেকিংনিউজ

Leave A Reply

Your email address will not be published.