দিনাজপুরে করোনা উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু

0 ৪৮০
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জগমহন চন্দ্র রায় (৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (২৯ মার্চ) সন্ধ্যায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত জগমহন রায় বোচাগঞ্জ উপজেলার মালীপাড়ার বাসিন্দা।
বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবুল বাসার মোহাম্মদ সায়েদুজ্জামান বলেন, তিনদিন আগে শারীরিক অসুস্থতার কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন তিনি। অবস্থার অবনতি হলে ওই দিনই তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সোমবার সন্ধ্যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওইদিনই রাত ১১টায় বোচাগঞ্জের মালীপাড়ায় এনে স্বাস্থ্যবিধি মেনে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।

 

দিনাজপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা পর্যন্ত দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় দিনাজপুরের ২০ জন ও ঠাকুরগাঁয়ের দুইজনের নমুনায় করোনা পজিটিভ আসে।
জেলার করোনা আক্রান্ত ২০ জনের মধ্যে দিনাজপুর সদর উপজেলায় ১৪ জন রয়েছে। জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১০২ জনের।

Leave A Reply

Your email address will not be published.