পুঠিয়ায় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

১৯২

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ শ্লোগানে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রাজশাহীর পুঠিয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পুঠিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাছের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ওমর আলীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় শেষে উপজেলা পরিষদ চত্বরে পরিত্যক্ত স্থানে নিষিদ্ধ আটককৃত মৎস্য জাল পুড়িয়ে দেওয়া হয়।

Comments are closed.