নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের পুঙ্গি নিবেদা গ্রামে গরু চুরি করতে গিয়ে গ্রামবাসীর গণপিটুনিতে মৃত্যু হয় এক গরু চোরের। সোমবার গভীররাতে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে মারা যায় পোরশা উপজেলার মুর্শিদপুর গ্রামের হারুন অর রশিদের ছোট ছেলে মিঠুন (৩৫)।
এলাকাবাসী সুত্রে জানা যায়, নিবেদা গ্রামের বিপেনের বাড়িতে ইটের প্রাচীর লাফিয়ে গভীর রাতে বাড়ির মধ্যে প্রবেশ করে গরু চুরির জন্য। বিপেন ঘুম থেকে জেগে দেখতে পায় মিঠুনকে। বিপেনর চিৎকারে বাড়ির সদস্যরা মিঠুনকে ধরে। এ সময় গ্রামবাসী ছুটে এসে গরুচোর মিঠনকে বাড়ির সামনে বিদ্যুৎতের খুঁটির সাথে বেঁধে রেখে এলোপাতাড়ি মারপিট করে। সকালের দিকে মারা যায় মিঠন।
নিবেদা গ্রামের মোতালেব হোসেন বলেন, গরু চোরদের অত্যাচারে এলাকাবাসী চরম অতিষ্ঠ। এই ঘটনার পরে চোরের অত্যাচার অনেক কমে আসবে।
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ খবর লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।
Comments are closed.