মেসিকে ছাড়াই মাঠে নামতে হতে পারে পিএসজিকে

১৮৭
পিএসজির তারকা স্ট্রাইকার লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

একদিন আগেই সপ্তম ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি। তিনি এখন প্রশংসায় ভাসছেন। এরই মধ্যে তাঁর মাঠে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী বৃহস্পতিবার লিগ ওয়ানের ম্যাচে পিএসজির হয়ে মাঠে নাও নামতে পারেন মেসি।

এ বছরই পিএসজিতে যোগ দিয়েছেন মেসি। দলের হয়ে এখনো খুব একটা সাফল্য পাননি। এই কিছুদিন আগে চোটের কারণে পিএসজির হয়ে দুই ম্যাচ মিস করেছিলেন মেসি। ফিরেই কয়েকটি অ্যাসিস্ট করে নজর কেড়েছিলেন তিনি। তবে এক ম্যাচ যেতে না যেতেই সমস্যা। আবারও ম্যাচের আগেরদিন ক্লাবের অনুশীলনে অনুপস্থিত ছিলেন মেসি।

ক্লাব থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘লিওনেল মেসি ও লিয়ান্দ্রো প্যারেডেসের পেটের সমস্যা হওয়ায় তাঁরা অনুশীলনে অংশগ্রহণ করেননি। কাল আবারও তাঁর চেকআপ করা হবে।’

গোল ডটকমের খবরে বলা হয়েছে, মেসি অসুস্থ। শারীরিকভাবে শতভাগ সুস্থ নয়।

আগের ম্যাচেই চোট পেয়ে নেইমার প্রায় দুই মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন। দুই তারকার অনুপস্থিতি পিএসজির আক্রমণভাগ দুর্বল হয়ে পড়েছে বলাই যায়।

Comments are closed.