আত্রাইয়ে জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন 

২২৬
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: সারা দেশেন্যায় নওগাঁর আত্রাইয়ে জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ৯ টার সময় বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
ক্যাম্পেইন উদ্বোধন করেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রোকসানা হ্যাপী‌। ভ্যাকসিনেটার সহ আরো অনেকে।
পরিকল্পনা কর্মকর্তা বলেন,জরায়ুমুখে ক্যান্সারের প্রতিরোধের জন্য এইচপিভি টিকা বিশ্বব্যাপী পরীক্ষীত,প্রতিরোধ ও কার্যকর। এই টিকা জরায়ুমুখে ক্যান্সার রোগের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলে। তিনি আরো জানান, এই উপজেলায় ৫ম শ্রেণী থেকে ৯ম শ্রেণী পর্যন্ত মোট ৮ হাজার ৩৯৫ জন এবং (১০-১৪) বছর বয়সী কিশোরীদের এক হাজার ৫০ জনকে এই টিকার আওতায় আনা হবে। ২৪ অক্টোবর থেকে শুরু করে আগামী ১৭ নভেম্বর পর্যন্ত এই টিকা কার্যক্রম অব্যাহত থাকবে।