মহাদেবপুরে শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানির ফিল্টার প্রদান

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: মানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন ইনার হুইল ক্লাব অব মোহাম্মদপুর এর উদ্যোগে এবং ডিষ্টিক ৩২৮ বাংলাদেশ এর সহযোগিতায় নওগাঁর মহাদেবপুরে শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানির ফিল্টার প্রদান করা হয়েছে। রবিবার বিকালে ইনার হুইল ক্লাব অব মোহাম্মদপুর এর প্রেসিডেন্ট হাবিবা কুলসুম উপজেলার বামনসাতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ বিশুদ্ধ পানির ফিল্টার প্রদান করেন। এ সময় তাঁর সাথে ইনার হুইল ক্লাব অব মোহাম্মদপুর এর সেক্রেটারী লিপি ইকবাল ও ইনার ক্লাব অব ভুবনডাঙ্গা এর প্রেসিডেন্ট নাসিমা আলম উপস্থিত ছিলেন। এর আগে বিদ্যালয়ের হলরুমে বিশুদ্ধ পানি ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার ইতি আরা, সহকারী শিক্ষা অফিসার রঞ্জন কুমার, প্রধান শিক্ষক আলতাফ হোসেন, মহাদেবপুর প্রেসক্লাবের সভাপতি আজাদুল ইসলাম আজাদ প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত শিশুদের মাঝে ইনার হুইল ক্লাব অব মোহাম্মদপুর এর প্রেসিডেন্ট হাবিবা কুলসুম শিশুতোষ বই উপহার দেন।