রাজশাহীর সীমান্তে ফেনসিডিল এবং মনোগোল্ড কফ সিরাপ আটক

৭২

স্টাফ রিপোর্টারঃ রাজশাহীর সীমান্ত থেকে ভারতীয় ফেনসিডিল এবং মনোগোল্ড কফ সিরাপ আটক করেছে বিজিবি।

সোমবার দুপুরে রাজশাহী জেলার দামকুড়া থানার উত্তরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

বিজিবি জানায়, রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর চরমাজারদিয়া বিওপি’র একটি নিয়মিত টহল দল গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার দামকুড়া থানার উত্তরপাড়া নামক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার উদ্দেশ্যে একটি ধান ক্ষেতের ভিতর ওৎ পেতে থাকে। বিজিবি টহল দল দীর্ঘ সময় ওৎ পেতে থাকার এক পর্যায়ে দেখতে পায় যে, একজন মাদক কারবারী জমিতে ঔষধ স্প্রে করার মেশিন কাঁধে নিয়ে কৃষক বেশে তাদের দিকে আসছে। মাদক কারবারী বিজিবি টহল দলের আয়েত্ত্বে আসার পর তাকে ধরার জন্য ধাওয়া করলে মাদক কারবারী’র নিকটে থাকা স্প্রে মেশিন এবং একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল কর্তৃক মালিকবিহীন স্প্রে মেশিনের ভিতর থেকে ২৩ বোতল ভারতীয় ফেনসিডিল এবং প্লাস্টিকের ব্যাগ হতে ৪৯ বোতল মনোগোল্ড কফ সিরাপ আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল (স্প্রে মেশিন ও মনোগোল্ড কফ সিরাপ) দামকুড়া থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।