বগুড়ার শেরপুর ডিগ্রী কলেজ জাতীয়করণ হওয়ায় আনন্দ শোভাযাত্রা ও সংবর্ধনা

0 ১,৭৮১

PIC Sher bogra MP 1      27 augustশেরপুর(বগুড়া)প্রতিনিধি: উত্তরাঞ্চলের প্রবেশদ্বার ঐহিত্যবাহি বগুড়ার শেরপুরের পুরাতন বিদ্যাপীঠ শেরপুর ডিগ্রী কলেজ প্রায় ৫০ বছর পর  জাতীয়করণ হওয়ায় শনিবার বেলা সাড়ে ১১টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা, কৃতজ্ঞতা প্রকাশ ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বর্ণাঢ্য শোভাযাত্রায় ঘোড়ার গাড়িতে চেপে শেরপুর শহর প্রদক্ষিণ করেন বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা।
এ উপলক্ষে এক সংবর্ধনাসভা কলেজ অধ্যক্ষ আল মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব ডাঃ মকবুল হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব দবিবর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সরোয়ার জাহান, থানার অফিসার ইনচার্জ খান মোঃ এরফান, প্রাক্তন অধ্যক্ষ আলহাজ্ব আনিছুর রহমান, আবু বকার সিদ্দিক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওবায়দুর রহমান, আরডিএ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান সালমা ইসলাম শেফা, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব সাইফুল বারী ডাবলু, শেরপুর উপজেলা কৃষকলীগের সভাপতি এস এম আবুল কালাম আজাদ। প্রভাষক শাহ আলম ও আব্দুস সাত্তারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম মজনু, মুক্তিযোদ্ধা প্রভাষক আব্দুল বারী, গর্ভনিং বডির সদস্য মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, শেরপুর ডিজে হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি  পৌর কাউন্সিলর বদরুল ইসলাম পোদ্দার ববি, পৌর প্যানেল মেয়র নাজমুল আলম খোকন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম আইয়ুব খান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ভুট্টো, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য নুরে আলম সানি,  শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, কলেজ ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক সৌরভ আহম্মেদ সুমন প্রমুখ। অনুষ্ঠানে কলেজ শিক্ষক ও কর্মচারীদের পক্ষ থেকে প্রধান অতিথি এমপি হাবিবর রহমানকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়। শেরপুর ডিগ্রী কলেজটি বিগত ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয়ে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রাক্কালে দীর্ঘ ত্যাগ তিতিক্ষার পরে বতর্মান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ’র হস্তপেক্ষে স্থানীয় এমপি আলহাজ্ব হাবিবর রহমানের প্রচেষ্টায় গত ১৮ আগস্ট কলেজটি জাতীয়করণ হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ধন্যবাদ ও কৃতজ্ঞতাস্বরূপ স্থানীয় এমপি হাবিবর রহমানকে এ  সংবর্ধনা প্রদান করেন।
তবে এধরণের একটি ব্যতিক্রমি অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিবর্গ ও প্রাক্তন প্রবীন শিক্ষার্থী এমনকি প্রতিষ্ঠান প্রেমী সাবেক ছাত্রনেতারা ছিলো উপেক্ষিত। তবে এক্ষেত্রে আয়োজকদের কার্পূণ্যতা ছিলো বলে জানা যায়। শেষে শেরপুর ডিগ্রী অনার্স কলেজ জাতীয়করণ হওয়ার আনন্দে আয়োজকদের পক্ষ থেকে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.