চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ

0 ৪৮৭

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম : পুলিশি বাধার মধ্যে চট্টগ্রামে ‘গণতন্ত্র হত্যা’ দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর বিএনপি। শুক্রবার (৫ জানুয়ারি) জুমার নামাজের পর থেকেই নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা কাজির দেউরি মোড়ে সমবেত হতে থাকেন।
বিকেল ৩ টায় বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিল নিয়ে বিএনপি নেতারা নগর বিএনপি কার্যালয়ের দিকে অগ্রসর হতে থাকেন। এসময় কাজির দেউরি মোড়ে পুলিশ  মিছিলে বাধা দিলে নেতাকর্মীদের সাথে পুলিশের হাতাহাতি হয়।
পুলিশ বিএনপি নেতাকর্মীদের কাছ থেকে কালো পতাকা কেড়ে নেয়। পুলিশের সাথে হাতাহাতির সময় নগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ উল্লাহ পুলিশের লাঠির আঘাতে আহত হন।
এর পর কয়েক হাজার নেতাকর্মী মিছিল নিয়ে নাসিমন ভবনে জড়ো হন। বিক্ষোভ মিছিল শেষে নগর বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
নগর বিএনপি’র  সভাপতি ডা.শাহাদাত হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম।
সমাবেশে বক্তারা বলেন, ‘বর্তমানে দেশে কোনও নিরাপত্তা নেই। খুন, গুম আর তথ্য সন্ত্রাস চলছে দেশে। আইনের শাসন নেই। বিচার বহির্ভূত হত্যার ভয়ে দেশের মানুষ নির্ঘুম রাত কাটাচ্ছে।’
বক্তারা বলেন, ‘সরকার বেগম জিয়াকে ভয় পান বলেই তাকে মিথ্যা মামলায় সাজা দেয়ার চক্রান্ত চলছে। আইনের শাসন থাকলে এ মামলায় বেগম জিয়ার কিছুই হবে না।’
এসময় উপস্থিত ছিলেন নগর বিএনপির সহ সভাপতি আবু সুফিয়ান,সামশুল আলম,সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর,যুবদল সভাপতি মোশারফ হোসেন দিপ্তী,গাজী সিরাজ,ইয়াছিন চৌধুরী লিন প্রমুখ। ব্রেকিংনিউজ

Leave A Reply

Your email address will not be published.