রিমুভার ছাড়াই তুলে ফেলুন নেইল পলিশ

0 ৭৬১

লাইফস্টাইল অনলাইন ডেস্ক : নারীদের হাতে এ পায়ের নখের সৌন্দর্য বাড়াতে নেইল পলিশ একটি শখের অনুষঙ্গ।নেইল পলিশপ্রিয় নারীরা নখে রং-বেরঙের ডিজাইনও করে থাকেন।তবে ড্রেসের সঙ্গে ম্যাচিং করে নেইল পলিশ ব্যবহার করেন অনেক। তবে নেইল পলিশ উঠানোর সময় রিমুভার না থাকলে ঝামেলা পোহাতে হয়। আপনি জানেন কি রিমুভার ছাড়াই তুলে ফেলতে পারবেন নেইল পলিশ।আসুন জেনে নেই রিমুভার ছাড়াই কীভাবে তুলবেন হাতের নেইল পলিশ।

টুথপেস্ট একটি পুরাতন টুথব্রাশের সঙ্গে একটু টুথপেস্ট লাগিয়ে নখে ঘষুন। পেস্টের ভেতরে রয়েছে ইথাইল অ্যাসিটেট উপাদান যা পলিশ রিমুভারের মতো কাজ করে। ডিওডরেন্টবিকল্প আরেকটি সহজ উপায় ডিওডরেন্ট দিয়ে নেইল পলিশ তোলা। নখের ওপর স্প্রে করে তুলা দিয়ে ঘষুন। একটু সময় নিয়ে ঘষলে পলিশ উঠে যাবে।স্যানিটাইজার লিকুইড

রিমুভারের চেয়ে যে কোনো স্যানিটাইজার দ্রুত কাজ করে। তুলা ছোট গোল গোল বলের মতো করে স্যানিটাইজার লাগিয়ে নখের ওপর ঘষুন দেখবেন নেইল পলিশ উঠে গেছে। সুগন্ধি ডিওডরেন্টের মতোই, সুগন্ধি বা বডি স্প্রেও সমস্যার সমাধান করবে। টিস্যু পেপারে সামান্য স্প্রে করে নখের ওপর ঘষুন দেখবেন কাজ করবে।হেয়ার স্প্রেহেয়ার স্প্রেও রিমুভারের মতো কাজ করে। তাই তুলার সঙ্গে মিশিয়ে নখে লাগিয়ে ঘষুন। খুব দ্রুত কাজ করবে। ব্রেকিংনিউজ/

Leave A Reply

Your email address will not be published.