বাংলাদেশের সামনে বড় স্কোরের দিকে এগোচ্ছে পাকিস্তান

0 ৩৬২

স্পোর্টস ডেস্ক: ইমার্জিং টিমস এশিয়ার ফাইনালের মুকুটের লড়াইয়ে নাজমুল হোসেন শান্তর বাহিনীর মুখোমুখি পাকিস্তান। বাংলাদেশের আমন্ত্রণে ব্যাট করছে সাইদ সাকিলের বাহিনী। রোহাইল নাজিরের সেঞ্চুরির ওপর ভর করে শুরু ধাক্কা সামলে উঠে বড় স্কোরের দিকে এগিয়ে যাচ্ছে পাকিস্তান।

শনিবার (২৩ নভেম্বর) সকালে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বল হাতে শুরুতেই পাকিস্তানকে চেপে ধরে ছিলেন বোলাররা। ষষ্ঠ ওভারে উমাইর ইউসুফকে (৪) ফিরিয়ে ১৮ রানের উদ্বোধনী জুটি ভাঙেন সুমন খান। অষ্টম ওভারে আরেক ওপেনার হায়দার আলীকেও ফেরান তরুণ পেসার সুমন।

তবে তৃতীয় উইকেটে শক্ত প্রতিরোধ করে পাকিস্তানের ব্যাটসম্যানরা। ৪১ রানে ২ উইকেট হারানো পাকিস্তানের তৃতীয় উইকেটের পতন ঘটে ১৫৮ রানে। ব্যক্তিগত ৬২ রানে মেহেদী হাসানের বলে ফিরে গেছেন ইমরান রফিক।

এ রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৪৪ ওভার শেষে ৩ উইকেটে সংগ্রহ ২৪২। ক্রিজে আছেন রোহাইল নাজির ১১২ বলে ১১০ এবং অধিনায়ক সাউদ সাকিল ২৭ বলে ৩০ রান নিয়ে।

Leave A Reply

Your email address will not be published.