করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধে পুঠিয়ায় দোকান খোলায় ৭০ হাজার টাকা জরিমানা

0 ৫৮৫

পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি ঃ করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধে পুঠিয়া উপজেলার সকল বাজার, রাস্তায়, ইউনিয়নে অপ্রয়োজনীয় দোকান ও জমায়েত বন্ধে এবং সকল মানুষের ঘরে অবস্থান নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রসাশন।
বুধবার দুপুরে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ওলিউজ্জামান, সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ রুমানা আফরোজ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয় অভিজিত সরকার এবং অভিযানে সহায়তা করেন অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম ও তার পুলিশ সদস্য বৃন্দ। অভিযানকালে ৩ জন ব্যক্তিকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় সর্বমোট ৭০ হাজার (সত্তর হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
অর্থদন্ডপ্রাপ্তরা হলেন, রব হার্ডওয়ার্স, প্রোপাইটার আব্দুল রব বানেশ্বর বাজার ১০ হাজার টাকা, জহুরুল ইসলাম মাহি এন্টারপ্রাইজ বানেশ্বর বাজার ৫০ হাজার টাকা এবং মোঃ আঃ জলিল, ভালুকগাছি কোনাপাড়া ১০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ওলিউজ্জামান।

Leave A Reply

Your email address will not be published.