আটঘরিয়ায় দূর্বৃত্তদের অস্ত্রের আঘাতে চেন মাষ্টার সহ দুইজন গুরুতর আহত

১৬০
আটঘরিয়া( পাবনা) প্রতিনিধি: পাবনার  আটঘরিয়া উপজেলার একদন্ত  বাজারে সিএনজি চেন মাষ্টার সহ দুইজন দূর্বৃত্তদের অস্ত্রের আঘাতে গুরুতর আহত  হয়েছে। ঘটনাটি ঘটেছে  ৭ আগস্ট রোববার বেলা সাড়ে ১১ টার দিকে। আহতরা হলো  আআতাইকুলা থানার মৌগ্রামের  ইজিবর খানের ছেলে ইমরান খান (২৫) ও আজাদ খানের ছেলে শোহান খান(২৬)।  আহতদের কে পাবনা জেনারেল  হাসপাতালে  ভর্তি করা হয়। আহতদের  অবস্থা  আশংকা জনক হলে তাদেরকে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে  স্থানান্তর করেন।
ইমরান খানের ভাবী রুবিয়া খাতুন রোজী জানান ঘটনার দিন  বেলা সাড়ে ১১ টার দিকে  ১০/১৫ একদল দেশীয়  অস্ত্র সহ  সিএনজি স্ট্যান্ডে চেন মাস্টার ইমরান ও শোহান কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।  তারা দৌড়ে হাবিবুর রহমান মাশটারের বাসায় পালানোর চেষ্টা করলে দূর্বৃত্তরা সেখানেই এলোপাথাড়ি  কুপিয়ে  জখম করে।
ঘটনাস্থল আটঘরিয়া থানার এস আই ফিরোজ হোসেন ও এস আই দুলাল সংগীয় ফোর্স সহ পরিদর্শন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্ততি চলছিল। একদন্ত ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুর্বের ঘটনা জেরে তাদেরকে কুপিয়ে জখম করে।

Comments are closed.