রাজশাহীতে কমিউনিটি পুলিশিং ফোরাম কনফারেন্স অনুষ্ঠিত

৬৪০

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে দি এশিয়া ফাউন্ডেশনের অর্থায়ন ও কারিগরী সহায়তায় এবং মানব কল্যাণ পরিষদ (এমকেপি) কর্তৃক বাস্তায়নকৃত “পুলিশ এনগেজমেন্ট এ্যাপ্রোচ ফর কাউন্টারিং এক্সপ্রিমিজম (পিস)” প্রকল্পের আওতায় কমিউনিটি পুলিশিং ফোরাম কনফারেন্স ২০২২ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজশাহী মহানগরীর শিল্পকলা একাডেমী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক। সহিংস উগ্রবাদ প্রতিরোধ, মাদক ও সন্ত্রাসবিরোধী জনসচেতনতা সৃষ্টিতে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে জোরদারকরণে বিশেষ অবদান রাখায় পুলিশ কমিশনারকে সম্মাননা স্মারক দিয়েছে মানব কল্যাণ পরিষদ (এম কে পি) ও কমিউনিটি পুলিশিং ফোরাম রাজশাহী মহানগর।

এসময় পুলিশ কমিশনার বলেন, দেশ দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “স্বপ্নের সোনার বাংলা” গড়ার প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, পুলিশ ও জনগণের মধ্যকার দূরত্ব কমিয়ে পরস্পরের মধ্যে বিশ্বাস ও আস্থা তৈরি করতে হবে।

শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত পুলিশের একটি প্রশংসনীয় উদ্যোগ হলো ‘কমিউনিটি পুলিশিং’ ব্যবস্থা। কমিউনিটি পুলিশিং ব্যবস্থা-কে কার্যকরভাবে প্রতিষ্ঠিত করতে ‘কমিউনিটি পুলিশিং ফোরাম’ গুরুত্বপূর্ণ প্লাটফর্ম হিসেবে কাজ করে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোঃ ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) সামসুন নাহার বিপিএম, রাজশাহী জেলা পুলিশ সুপার জনাব এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার), দি এশিয়া ফাউন্ডেশনের প্রোগ্রাম ডিরেক্টর সাদাত সদরুদ্দিন শিবলী-সহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ ও কমিউনিটি পুলিশিং সদস্যবৃন্দ।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) বিভূতি ভুষণ বানার্জী, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, উপ-পুলিশ কমিশনার (মতিহার) মোঃ মনিরুল ইসলাম, ” দি এশিয়া ফাউন্ডেশন” এর সিনিয়র প্রোগ্রাম অফিসার মোঃ জয়নাল আবেদীন, প্রোগ্রাম অফিসার মোঃ সফিউল আওয়াল, মানব কল্যাণ পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন, কর্মসূচি সমন্বয়কারী বশির আহম্মেদ-সহ প্রকল্পের অন্যান্য সদস্যবৃন্দ।

Comments are closed.