ইমরান হাশমির সঙ্গে কাজ করলে ‘মুখে ক্যানসার’ হতে পারে : সাবা কামার

৪১৭
ইমরান হাশমি ও সাবা কামার। ছবি : টুইটার থেকে নেওয়া

কিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সাবা কামার। কাজ করেছেন বলিউডেও; ২০১৭ সালে প্রয়াত ইরফান খানের বিপরীতে ‘হিন্দি মিডিয়াম’ সিনেমায় দেখা গিয়েছিল তাকে।

সম্প্রতি সাবার ২০১৫ সালে দেওয়া পাকিস্তানি টিভি শো ‘গুড মর্নিং জিন্দেগি’ এর একটি ইন্টারভিউ অন্তর্জালে ভাইরাল হয়েছে। যেখানে এই অভিনেত্রীকে ইমরান হাশমির সঙ্গে কাজ করতে চাওয়া ইচ্ছে প্রসঙ্গে মন্তব্য করেছেন, ইমরান হাশমির সঙ্গে কাজ করলে ‘মুখে ক্যানসার’ হতে পারে।

হিন্দুস্তান টাইমস জানাচ্ছে, এখানেই শেষ নয়, এই শোতে অভিনেত্রী সালমান খানকে ‘অভদ্র’ বলেও মন্তব্য করেছেন। ভিডিওতে দেখা গেছে, সাবাকে হৃতিক, রণবীর কাপুর, রিতেশ দেশমুখ, সালমান খানের ছবি দেখানো হয় এবং তাদের সম্পর্কে প্রশ্ন করা হয়। স্ক্রিনে যখন সালমানের ছবি আসে তখন সাবা বলে ওঠেন, ‘অভদ্র’। এরপরেই বলেন, ‘আল্লাহ মাফ করুক, সল্লু ভাইকে অনেক ভয় লাগে।’ এসময়ে ভয়ে নিজের কান চেপে ধরেন তিনি।

সাবার এসব রসিকতা সহজভাবে নেননি বলিউড ভক্তরা। সমালোচনা করেছেন অভিনেত্রীর।