আবারো সম্মাননা পুরস্কার পেলেন শিক্ষক আব্দুল হালিম!

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: শিক্ষক বাতায়নে দেশ সেরা কন্টেন্ট নির্মাতা হিসেবে এরই মধ্যে বিভিন্ন দপ্তর থেকে সম্মাননা পুরস্কার পেয়েছেন খঞ্জনপুর তালকুড়া লতিফিয়া আলিম মাদ্রাসার বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল হালিম। এরই ধারাবাহিকতায় আবারো সম্মাননা পুরস্কার পেলেন শিক্ষক আব্দুল হালিম।

বুধবার বেলা ২টার দিকে ঐতিহাসিক দিবর দিঘী প্রাঙ্গনে খঞ্জনপুর তালকুড়া লতিফিয়া আলিম মাদ্রাসার আয়োজনে বাৎসরিক বনভোজন অনুষ্ঠানে শিক্ষক বাতায়নে সেরা কন্টেন্ট নির্মাতা নির্বাচিত হওয়ায় আব্দুল হালিমকে ক্রেষ্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষক আব্দুল হালিমের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন মাদ্রাসার ব্যাবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল হামিদ।

 

এসময় উপস্থিত ছিলেন খঞ্জনপুর তালকুড়া লতিফিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল মতিন, আরবী প্রভাষক মামুনুর রশিদ, ইংরেজী প্রভাষক মৌসুমী আক্তার বানু, সহকারী শিক্ষক তারেক রহমান, অফিস সহকারী ইমরান হোসাইন , সাপাহার মডেল প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু বক্কার সহ অদ্র মাদ্রাসার অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ।

 

উল্লেখ্য যে, আব্দুল হালিম গত ৮ মার্চ ২০২০ তারিখে আইসিটি ফোর ই জেলা এম্বাসেডর নির্বাচিত হন এবং পরবর্তী ১ এপ্রিল ২০২০ তারিখে দেশ সেরা কন্টেন্ট নির্মাতা নির্বাচিত হন।

 

Comments (০)
Add Comment