ইরাকের প্রধানমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক: সরকার বিরোধী বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহাদি।

দুই মাসের বিক্ষোভ, সহিংসতার জেরে স্থানীয় সময় শুক্রবার (২৯ নভেম্বর) এক বিবৃতিতে এ ঘোষণা দেন তিনি। শিগগিরই পার্লামেন্টে পদত্যাগপত্র জমা দেয়া হবে বলেও জানান মাহাদি।

পহেলা অক্টোবর থেকে কর্মসংস্থান সংকট দূর করা, দুর্নীতি বন্ধসহ সরকারি সেবার মান বাড়ানোর দাবিতে রাজধানী বাগদাদসহ বিভিন্ন শহরে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়। চলমান এ বিক্ষোভে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে চারশর বেশি মানুষ।

কেবল বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন ৫০ জন।

 

Comments (০)
Add Comment