এবার রাজশাহীর জার্সিতে মাঠ মাতাবেন আন্দ্রে রাসেল

স্পোর্টস ডেস্ক: বিধবংসী ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসে। প্লেয়ার্স ড্রাফটে নাম না থাকলেও এবার বঙ্গবন্ধু বিপিএলে ঠিকই থাকছে। এবার রাজশাহী র‌য়্যালসের জার্সিতে মাঠ মাতাবেন এই তারকা ক্রিকেটার। এবারের বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে আন্দ্রে রাসেল ছাড়াও নাম ছিল না শোয়েব মালিকেরও। তবে ড্রাফটের বাইরে থেকে দুজন বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তির নিয়ম থাকায় সুযোগটা কাজে লাগিয়ে সময়ের দুই অন্যতম সেরা অলরাউন্ডারকে দলে ভিড়েয়েছে রাজশাহী।

গত আসরে ঢাকা ডাইনামাইটসের হয়ে খেলেছেন রাসেল। ব্যাট হাতে ১৫৪.৫৪ স্ট্রাইকরেটে করেছিলেন ২৯৯ রান আর উইকেট নিয়েছিলেন ১৮ টি।

রাজশাহী রয়্যালস স্কোয়াড:

দেশি: লিটন দাস, আফিফ হোসেন, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, আবু জায়েদ চৌধুরি, অলক কাপালী, কামরুল ইসলাম রাব্বি, মিনহাজুল আবেদিন আফ্রিদি, নাহিদুল ইসলাম, ইরফান শুক্কুর।

বিদেশি: আন্দ্রে রাসেল, শোয়েব মালিক, হজরতউল্লাহ জাজাই, রবি বোপারা, মোহাম্মদ ইরফান, মোহাম্মদ নওয়াজ।

 

Comments (০)
Add Comment