কাবুলে মসজিদে বিস্ফোরণে মৃত ২৭

আন্তর্জাতিক ডেস্ক : মসজিদে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হল অন্তত ২৭ জনের। সোমবার কাবুলের মসজিদে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ওইসময় বহু মানুষ উপস্থিত ছিলেন সেখানে। একটি অনুষ্ঠান চলাকালীন বাকির উল ওলুম মসজিদে ঢুকে পড়ে হামলাকারী।

কাবুলের গোয়েন্দা বিভাগের প্রধান ফ্রাইদুন ওবাইদি জানান, ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, আহত ৩৫ জন। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আতঙ্কে যেদিকে পারছে ছুটছে মানুষজন। চারিদিকে শুধু রক্ত আর রক্ত। আর মানুষের চীৎকার।

তালিবান এই ঘটনার দায় সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। তাদের এক মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ জানিয়েছে, তালিবানিরা কখনই মসজিদে হামলা করে না। কারণ এটা তাদের অ্যাজেন্ডার মধ্যে পড়ে না। যদিও আফগানিস্তানে সুন্নি মুসলিমদের সংখ্যা বেশি। তবুও শিয়া-সুন্নি দ্বন্দ্বের উদাহরণ সেইভাবে পাওয়া যায় না আফগানিস্তানে। আফগানিস্তানের প্রধানমন্ত্রী আব্দুল্লা আব্দুল্লা এই ঘটনায় নিন্দা জানিয়েছেন, ট্যুইট করে বলেন, ‘এটা ইসলাম তথা মানবতার উপর হামলা।’

গত জুলাইতে আরও এক হামলায় ৮০ জনের মৃত্যু হয়। সেই হামলার দায় স্বীকার করে আইএস।

Comments (০)
Add Comment