চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নৌকার প্রার্থী জিয়াউর রহমান বেসরকারী নির্বাচিত

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) সংববাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের-২ আসনে জাতীয় সংসদ সদস্য পদে উপনির্বাচনে ৬৯,হাজার ৮শ’৯৪ ভোট বেশি পেয়ে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মুহাঃ জিয়াউর রহমান বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। রিটানিং অফিসার সূত্রে জানাগেছে চাঁপাইনবাবগঞ্জ-২(নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনের উপনির্বাচন গত বুধবার অনুষ্ঠিত হয়।

সেই নির্বাচনে ৬জন প্রার্থী প্রতিদ্বন্ধি¦তা করেন। এর মধ্যে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী মুহাঃ জিয়াউর রহমান ৯৫হাজার ১শ’১৬ ভোট পেয়ে বেসরকারী নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি (আওয়ামীলীগ বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী মোম্মাদ আলী সরকার ২৫হাজার ২শ ২২ ভোট পান।

নাচোল উপজেলায় নৌকা প্রতীক ভোট পান ২৮ হাজার ১শ’৫ ও আপেল প্রতীক পান ৫হাজার ৩’শ ৩৫, ভোলাহাট উপজেলায় নৌকা প্রতীক ভোট পান ১৪হাজার ১’শ ২১ আপেল প্রতীক পান ৩হাজার ৫শ ৭৬, গোমস্তাপুর উপজেলায় নৌকা প্রতীক প্রতীক ভোট পান ৫২ হাজার ৮’শ ৯৪ ও আপেল প্রতীক ভোট পান ১৬ হাজার ৩’শ ১১।

তিন উপজেলায় শান্তিপূর্নভাবে ভোট গ্রহন অনুষ্টিত হয়েছে বলে জানাগেছে। উল্লেখ্য, এই আসনে বিএনপি’র সাবেক সাংসদ আলহাজ্ব আমিনুল ইসলাম পদত্যাগ করায় এ উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

 

Comments (০)
Add Comment