চীনে বন্যা ও ভূমিধসে নিহত ৩৪

আন্তর্জাতিক ডেস্ক : প্রবল বর্ষণ, বন্যা ও ভূমিধসে চীনে শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৪ জনের প্রাণহানি হয়েছে। এতে প্রায় শতাধিক লোক এখনও নিখোঁজ রয়েছে বলে দেশটির বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে।
প্রাকৃতিক এসব দুর্যোগের কারণে প্রায় সাড়ে ৪ লাখ লোককে অন্যত্র সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। নিখোঁজদের অনুসন্ধানে ৩ হাজারের বেশি উদ্ধারকর্মী কাজ করছেন।
সিনহুয়া জানায়, নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে কাজ করছে উদ্ধারকারী দল। ধ্বংসস্তূপের মাঝখান থেকে গতকাল শনিবার সন্ধ্যায় এক দম্পতি ও তাদের দুইমাস বয়সী শিশুকে জীবিত উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়। তবে এখন অনেক সময় অতিবাহিত হয়ে যাওয়ার কারণে জীবিত উদ্ধারের আশা ক্ষীণ হয়ে আসছে। এখনেও আরো অন্তত ১০৯ জন নিখোঁজ থাকা স্বত্ত্বেও জীবিত আর কাউকে পাওয়ার আশা ছেড়ে দিচ্ছেন উদ্ধারকারীরা।
এদিকে, নিখোঁজ ব্যক্তিদের তালিকা তাদের ওয়েবসাইটেও দেয়া হয়েছে। পাহাড় ধসপ্রবণ শিনমোতে প্রায়ই অতিবৃষ্টির কারণে এমন ধসের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানায়।

Comments (০)
Add Comment