ছবিতে অস্ট্রেলিয়ায় দাবানলের ভয়াবহতা

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার দাবানল জাতীয় সংকটে রুপ নিয়েছে। গতবছরের সেপ্টেম্বর থেকে দেশটির পূর্ব-দক্ষিণ উপকূলের কয়েকটি শহরসহ প্রত্যন্ত গ্রামঞ্চলের বিস্তীর্ণ এলাকা পুড়ছে। ঘরবাড়ি ছাড়তে হয়েছে কয়েক লাখ মানুষকে। নিহত হয়েছেন কমপক্শে ২৩ জন। ধ্বসংস হয়ে গেছে প্রায় দেড় হাজারের বেশি ঘর বাড়ি।

দাবানলের ভয়াবহতার কিছু অংশ ছবিতে তুলে ধরা হলো-

শনিবার (৪ জানুয়ারি) দেশটিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল। বইছিল তপ্ত ঝড়ো হাওয়া। দাবানল যেভাবে ছড়িয়ে পড়ছে সামনে তা আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দাবানল নিয়ন্ত্রণে দেশটি ইতোমধ্যে ৩ হাজার সেনা মোতায়েন করেছে।


নিউ সাউথ ওয়েলস, কুইনসল্যান্ড, তাসমানিয়া ও ভিক্টোরিয়া রাজ্যে এখনও আগুন জ্বলছে। আর এ দাবানলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বনের পশু-পাখিরা। এ নিয়ে দেশটির সাধারণ মানুষের পাশাপাশি চিন্তিত পরিবেশবিদরাও। তারা মানুষের পাশাপাশি প্রাণীদের নিরপত্তার বিষয়ে সোচ্চার হয়েছেন। ধারণা করা হচ্ছে ভয়াবহ এ এখন পর্যন্ত প্রাণহানি হয়েছে ৫০ কোটি প্রাণীর।

ব্রেকিংনিউজ

Comments (০)
Add Comment