ছাত্রলীগের পদবঞ্চিতদের অর্ধদিবস হরতাল

টাঙ্গাইলের সখীপুর উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণার প্রতিবাদে অর্ধদিবস হরতাল পালন করছেন পদবঞ্চিত ছাত্রলীগের নেতাকর্মীরা। হরতালের সমর্থনে শুক্রবার সকালে উপজেলায় বিক্ষোভ মিছিল হয়। তবে কোথাও কোনো অপ্রতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সখীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সজীব আহমেদকে আহ্বায়ক ও খান রফিককে যুগ্ম-আহ্বায়ক করে বৃহস্পতিবার রাত ৮টার দিকে নতুন কমিটি ঘোষণার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে শুক্রবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস হরতালের ডাক দেয় পদবঞ্চিত নেতাকমীরা।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত ৮টার দিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম সমর্থিত উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সজীব আহমেদকে আহ্বায়ক ও খান রফিককে যুগ্ম-আহ্বায়ক করে ১০১ সদস্যের কমিটি ঘোষণা করে টাঙ্গাইল জেলা ছাত্রলীগ। এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক স্থানীয় সাংসদ অনুপম শাহজাহান জয় সমর্থিত ছাত্রলীগের নেতাকর্মীরা ওই কমিটিকে অবৈধ ঘোষণা করে তা বাতিলের দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে।

পরে তারা লাঠি-সোটা নিয়ে বিক্ষোভ মিছিল বের করা হয়। এক পর্যায়ে ঢাকা-সখীপুর সড়কের মোখতার ফোয়ারা চত্বর অবরোধ করে জোয়াহেরুল ইসলামের ছবিতে আগুন দেয়। এ সময় তারা জোয়াহেরুল ইসলামের সাঁটানো বিলবোর্ড ভাঙচুর করে এতে আগুন ধরিয়ে দেয়। পরে সমাবেশে শুক্রবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল করার ঘোষণা দেওয়া হয়।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাব খাটিয়ে অছাত্রদের দিয়ে পকেট কমিটি ঘোষণা করিয়েছেন বলে মন্তব্য করে মির্জা শরীফ বলেন, নিয়মিত ও ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে যে কমিটি করা হয়েছে তা বাতিল না করা পর্যন্ত আন্দোলন চলবে। তবে নিয়মতান্ত্রিকভাবেই ছাত্রলীগের কর্মীদের দিয়ে কমিটি ঘোষণা করা হয়েছে বলে দাবি করে সদ্যঘোষিত কমিটির আহ্বায়ক সজীব আহমেদ বলেন, যারা মিছিল করছে তারা ছাত্রলীগের কেউ নন। এ প্রসঙ্গে, জেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক রনি আহমেদ বলেন, গঠনতন্ত্র অনুসারে নিয়মিত ছাত্র ও ত্যাগী কর্মীদের দিয়েই কমিটি দেওয়া হয়েছে।

সখীপুর থানার ওসি মাকছুদুল আলম বলেন, এ ঘটনায় যেকোন অনাকাঙ্কিত ঘটনা এড়াতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

Comments (০)
Add Comment