জলঢাকায় জমঈয়তে আহলে হাদীসের জঙ্গিবাদ বিরোধী মানবন্ধন

এন.আই.মানিক, জলঢাকা-নীলফামারী : গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁ ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে নীলফামারীর জলঢাকায় শুক্রবার জুম্মার নামাজ শেষে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানবন্ধন করেছে নীলফামারী জমঈয়তে আহলে হাদীস। স্থানীয় জিরোপয়েন্ট মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নেয় আহলে হাদীসের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ হাফিজিয়া মাদ্রাসার ছাত্ররা। জেলা জমঈয়তে আহলে হাদীসের সাধারণ সম্পাদক রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মোজাম্মেল হক, শিক্ষক ইদ্রিস আলী, সহকারী অধ্যাপক সামসুল আলম, আতাউর রহমান প্রমুখ।

বাউবি এইচএসসি প্রোগ্রাম পরীক্ষায় জলঢাকায় বহিস্কার ১৩
এন.আই.মানিক ঃ জলঢাকায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত (বাউবি) এইচএসসি প্রোগ্রাম পরীক্ষায় প্রথম দিনে অসদুপায় অবলম্বনের জন্য ১৩ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। শুক্রবার রাবেয়া চৌধুরী মহিলা ডিগ্রী মহাবিদ্যালয়ে কেন্দ্রে অনুষ্ঠিত বাংলা পরীক্ষা চলাকালে তাদের বহিস্কার করেন সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কাইয়ুম (বাউবি এইচএসসি প্রোগ্রাম) জানা যায় এবার অনুষ্ঠিত বাউবি এইচএসসি প্রোগ্রাম পরীক্ষায় কেন্দ্রটিতে ২১৫ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এদিকে বহিস্কারের বিষয়টি স্বীকার করে কেন্দ্র সচিব ধনঞ্জয় রায় বলেন, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য তাদের বহিস্কার করেছেন।

Comments (০)
Add Comment