তিন বছর পর ফিরেই ঝড়, দুদিনে ৭১ কোটি পার

সিনেমাটির একটি দৃশ্য। ছবি : সংগৃহীত

টলিউড তারকা পবন কল্যাণের নতুন সিনেমা মানেই বক্স অফিসে তুফান। এবারও ব্যতিক্রম হলো না। তিন বছর পর বড় পর্দায় ফিরেই তাক লাগিয়ে দিয়েছেন।

গত ৯ এপ্রিল মুক্তি পায় পবন কল্যাণের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ভাকিল সাব’ আর প্রথম দিনেই বক্স অফিসে বড় অঙ্কের অর্থ সংগ্রহ করে। প্রথম দিন বক্স অফিসে ৪২ কোটি সংগ্রহের পর দ্বিতীয় দিনেও শাসন জারি রেখেছে সিনেমাটি।

 

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের খবর, ‘ভাকিল সাব’ প্রথম দিন বক্স অফিসে সংগ্রহ করেছে ৪২ কোটি রুপি। যেটি বলিউড ব্লকবাস্টার ‘পিঙ্ক’ সিনেমার অফিশিয়াল তেলেগু রিমেক।

 

বলিউড লাইফের খবর, করোনা মহামারি ও টিকেটের দাম না বাড়ালেও এই কোর্টরুম ড্রামা অন্ধ্র প্রদেশ ও তেলাঙ্গানায় সংগ্রহ করেছে ৪২ কোটি রুপি (নেট ৩৬ কোটি রুপি)। ‘ভাকিল সাব’ অবাণিজ্যিক সিনেমা এবং মুক্তির পর বিভিন্ন বাধার মুখোমুখি হয়েছে। অনলাইনে ফাঁসসহ কিছু রাজনৈতিক ইস্যু রয়েছে। তবু পাওয়ার স্টার পবন কল্যাণকে দেখতে হলমুখী হয়েছে দর্শক। বড় বড় শহর ছাড়াও চিরালা, মাচেরলার মতো ছোট শহরেও ভালো সংগ্রহ করেছে সিনেমাটি।

তেলেগু ভাষার দ্বিতীয় বৃহত্তম দৈনিক সাক্ষী পোস্টের খবর, মুক্তির দ্বিতীয় দিনে ‘ভাকিল সাব’ সংগ্রহ করেছে নেট ২৯ কোটি রুপি। সেই হিসাবে দুদিনে এ সিনেমার সংগ্রহ দাঁড়িয়েছে ৭১ কোটি রুপি। আন্তর্জাতিক বক্স অফিসেও বেশ ভালো সংগ্রহ করছে এ সিনেমা।

এদিকে, ফিল্মিবিট ডটকমের খবর, পবন কল্যাণের এ সিনেমা ১০০ কোটির মাইলফলক স্পর্শ করতে বেশি দিন লাগবে না। হিট তকমা পেতে এ সিনেমার প্রয়োজন ৮১ কোটি রুপি। বলে রাখা ভালো, ‘ভাকিল সাব’এর মুক্তি-পূর্ব ব্যবসা দাঁড়িয়েছে ৮৯.৯৫ কোটি রুপি (বিশ্বব্যাপী)।

সিনেমাটি পরিচালনা করেছেন শ্রীরাম বেণু। পবন কল্যাণ ছাড়াও এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন শ্রুতি হাসান, প্রকাশ রাজ, নিবেথা থমাস, অঞ্জলি, অনন্য নাগাল্লা, মুকেশ ঋষি, দেব গিল, সুব্বরাজু, ভামসি কৃষ্ণ, অনসূয়া ভরদ্বাজ প্রমুখ। সংগীত পরিচালনা করেছেন এস থমন। সিনেমাটি প্রযোজনা করেছেন দিল রাজু।

 

 

Comments (০)
Add Comment