তুরস্কে বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের দক্ষিণাঞ্চলের গাজিয়ানটেপ শহরে এক বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় ৩০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৯৪ জন।
ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। এদিকে নিহত ও আহতদের সংখ্যা নিশ্চিত করেছেন ঐ অঞ্চলের গভর্নর।
গাজিয়ানতেপ নগরটি সিরিয়া সীমান্তের কাছে অবস্থিত।
রোববার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করছে তুর্কি সরকার। আত্মঘাতী একজন হামলাকারী হামলা চালিয়েছে বলে তারা ইঙ্গিত দিচ্ছে।
বিবিসি জানিয়েছে, এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায়-দায়িত্ব স্বীকার করেনি। তবে সরকারি কিছু সূত্র বলছে যে, হামলাটি চালিয়েছে তথাকথিত ইসলামিক স্টেট।
গাজিয়ানটেপে আইএস গোষ্ঠীর সদস্যরা আছে বলে আগেও জানা গিয়েছিল।
গভর্নর বলেন, ‘যে বিশ্বাসঘাতকেরা এই হামলা চালিয়েছে, আমরা তাদের নিন্দা জানাই।’ এর জন্য দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনার অঙ্গীকার করেছেন গভর্নর।

গাজিয়ানতেপে ক্ষমতাসীন দল একেপির আইনপ্রণেতা মেহমেদ এরদোয়ান বলেন, ‘এই বিস্ফোরণের জন্য কে বা কারা দায়ী, এখনো তা স্পষ্ট নয়। তবে বিস্ফোরণটি আত্মঘাতী হামলা হওয়ার সম্ভাবনা জোরালো।’
গত বছর থেকে তুরস্কে আইএস গোষ্ঠি ও কুর্দি জঙ্গিগোষ্ঠীরা একাধিক বোমা হামলা চালিয়েছে। সর্বশেষ গত জুনে ইস্তাম্বুল বিমান বন্দরে এক হামলায় ৪০ জন নিহত হয়। ব্রেকিংনিউজ

Comments (০)
Add Comment