ধামইরহাট প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন করলেন সমাজকল্যাণ মন্ত্রনালয়ের উপসচিব

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর ধামইরহাটে ‘ধামইরহাট প্রতিবন্ধী বিদ্যালয়’ পরিদর্শন করেছেন সমাজকল্যাণ মন্ত্রনালয়ের উপসচিব। ১৯ মার্চ দুপুরে ধামইরহাট বাজারের অবস্থিত বিশেষ চাহিদা সম্পন্ন শারীরিক, মাসনিক ও অটিস্টিকদের একমাত্র আলোর দূত ‘ধামইরহাট প্রতিবন্ধী বিদ্যালয়’ পরিদর্শণ করেন সমাজকল্যাণ মন্ত্রনালয়ের উপসচিব মো. এরশাদ হোসেন খান।

এ সময় সমাজসেবা অধিদপ্তর, নওগাঁর উপ-পরিচালক নুর মোহাম্মদ, ধামইরহাট উপজেলা সমাজসেবা অফিসার এ টি এম ফসিউল আলম,ধামইরহাট প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারী, সহ-শিক্ষক আবু মুছা, ইস্রাফিল হোসেন, কাউন্সিলর আমজাদ হোসেন, সাংবাদিক আবুমুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

সমাজে অবহেলিতদের কথা ভেবে এসব প্রতিবন্ধী বিদ্যালয়কে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে সরকার, তবে যাচাই-বাছাই করে প্রকৃত শিক্ষা প্রতিষ্ঠানকেই এর আওতায় আনা হবে বলে উপ-সচিব মো. এরশাদ হোসেন খান জানান।

Comments (০)
Add Comment