নওগাঁর নিয়ামতপুরে বিষপানে আদিবাসী গৃহবধুর মৃত্যু

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নিয়ামতপুরে বিষ পানে চাম্পা (২৬) নামের এক আদিবাসী গৃহবধুর মৃত্যু ঘটেছে। গৃহবধু চম্পা কি কারনে বিষপান করেছিল তার সঠিক কোন কারন জানা যায়নি। তবে পাড়া- প্রতিবেশীদের ধারণা পারিবারিক কলহের জেরেই ঘটনাটি ঘটে থাকতে পারে। চম্পা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ঘুসকুড়া গ্রামের সুজন কর্মকারের স্ত্রী। শনিবার বেলা এগারোটার দিকে এ ঘটনা ঘটে।

 

এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে এবং মৃতের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, বেলা এগারোটার দিকে সবার অজান্তে চম্পা বিষপান করে। বিষক্রিয়ার যন্ত্রনায় সে ছটপট করতে থাকলে ঘটনার জানাজানি হয়। সংগে সংগে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।

ওসি হুমায়ন কবির জানান, মৃতের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই মৃত্যু রহস্য জানা যাবে।

 

Comments (০)
Add Comment