নাটোরে দুটি বাসের সংঘর্ষে নিহত ২

নাটোর প্রতিনিধি : নাটোর-বগুড়া মহাসড়কের কাশিয়াবাড়ি এলাকায় দু’টি যাত্রিবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে লিখন (৩৫) ও ফারুক হোসেন (৩৩) নামে ২ জন নিহত হয়। এসময় আরো ২০ জন আহত হয়েছে।

নিহত লিখন দুর্ঘটনা কবলিত নান্নু ট্রাভেলসের হেলপার। তার বাড়ি নাটোরের ইয়াছিনপুরে। অপর নিহত ফারুক হোসেন একই বাসের যাত্রি। সে সদর উপজেলার চকফুলবাড়িয়া গ্রামের ছাবেদ আলীর ছেলে।

বুধবার সকাল ১০টার দিকে মহাসড়কের সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের কাশিয়াবাড়ি এলাকায় সুনামগঞ্জ থেকে রাজশাহীগামী নান্নু ট্রাভেলস নামে যাত্রিবাহি বাসের সাথে বিপরীতমুখী যাত্রিবাহি অপর বাস নিশিতা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নান্নু ট্রাভেলস এর লিখন নিহত হয়।

খবর পেয়ে নাটোর ফায়র স্টেশনের উদ্ধার কর্মিরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে নেওয়ার পথে ফারুক হোসেন মারা যায়।

পরে আহতদের কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ ঘটনাস্থলে ছুটে যান এবং আহতদের উদ্ধারের পর দ্রুত চিকিৎসার নির্দেশ দেন।

নাটোর ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক আসাদুজ্জামান ঘটনাস্থলে ২ জন নিহত এবং অন্তত ২০ জন আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

Comments (০)
Add Comment