পারমাণবিক শহর বানাচ্ছে ভারত, দাবি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক : পারমাণবিক অস্ত্র ও আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরিসহ অস্ত্র মজুদ করতে ভারত গোপন পারমাণবিক শহর গড়ছে বলে দাবি করেছে পাকিস্তান। তবে এই দাবি পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

নাফিস জাকারিয়া নামে পাকিস্তানের এক মুখপাত্র বৃহস্পতিবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে ভারতের বিরুদ্ধে ওই অভিযোগ করেন। তবে তাঁর অভিযোগের পক্ষে কোনো প্রমাণ হাজির করেননি নাফিস।

নাফিস জানান, ভারত আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নিয়ে কাজ করছে। এ ছাড়া আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রবিরোধী ব্যবস্থা গড়তেও কাজ চালাচ্ছে তারা। ভারতের এমন পদক্ষেপ এই অঞ্চলের দেশগুলোর কৌশলগত ভারসাম্যহীনতা তৈরি করছে।

এ ছাড়া পাকিস্তানে সন্ত্রাসী হামলার পেছনে ভারতের মদদ আছে বলে অভিযোগ করেন নাফিস। আর এ-সংক্রান্ত বিভিন্ন নথি জাতিসংঘে জমা দিয়েছে পাকিস্তান।

স্বাধীনতার পর থেকেই ভারত-পাকিস্তানের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে সংঘর্ষ লেগেই আছে। এখনো পর্যন্ত দেশ দুটির মধ্যে তিনটি যুদ্ধ হয়েছে। যার মধ্যে দুই যুদ্ধ হয় কাশ্মীর নিয়ে।

Comments (০)
Add Comment