পুঠিয়ায় ট্রাকের চাপায় পল্লী বিদ্যুৎ এর এজিএম কম নিহত

অজয় ঘোষ, পুঠিয়া-রাজশাহী : রাজশাহীর পুঠিয়ায় ট্রাকের চাপায় পল্লী বিদ্যুৎ এর এজিএম কম নিহত হয়েছে।
থানার এসআই খালেক জানান, শনিবার সকাল ৭ টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া উপজেলার কালিতলা নামক স্থানে নাটোর থেকে রাজশাহী গামী মুহিত পরিবহনের একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-২৭৩৮) পথচারী নাটোর পল্লী বিদ্যুৎ-১ এর পুঠিয়া জোনাল অফিসের এজিএম কম আঃ রাজ্জাক কে চাপা দিলে গুরুত্বর আহত হয়। এ সময় খবর পেয়ে পুঠিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক এজিএমকম আঃ রাজ্জাক এর অবস্থা গুরুত্বর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। মাইক্রো যোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

Comments (০)
Add Comment