পুঠিয়ায় লস্করপুর কলেজ জাতীয় করণের তালিকা থেকে নাম বাদ দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় লস্করপুর ডিগ্রী মহাবিদ্যানিকেতন জাতীয় করণের তালিকা থেকে নাম বাদ দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে সুধি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার লস্করপুর ডিগ্রী মহাবিদ্যানিকেতন এর মাঠে কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম তাজুল এর সভাপতিত্বে জাতীয় করণের তালিকা থেকে কলেজের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে সুধি সমাবেশ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক আবুল হোসেন, এ্যাড. শুশান্ত ঘোষ, আওয়ামীলীগ নেতা আব্দুল মালেক, জুয়েল, শাহরিয়ার রহিম কনক সহ কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় কর্তৃক কলেজ জাতীয় করণের লক্ষে সঠিকভাবে পরিদর্শনের পর কলেজ সরকারী করণে তালিকা থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্রের তিব্র প্রতিবাদ করেন। অবিলম্বে লস্করপুর ডিগ্রী মহাবিদ্যানিকেতন কে জাতীয় করণের জোর দাবী করেন।

Comments (০)
Add Comment