পুঠিয়ায় সর্প দংশনে একজনের মৃত্যু

মোহাম্মাদ আলী, রাজশাহী অফিস : রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের ধলাট গ্রামে সোমবার ভোরে সর্প দংশনে আশরাফের ছেলে বুলবুল (১৪) নামের একজনের মৃত্যু হয়েছে।
এলাকাবাসী জানায়, বুলবুল উপজেলার ধলাট গ্রামের আ: মালেকের ছেলে জাহাঙ্গীরের শ্যালোক, বুলবুল প্রায় ৪ বছর যাবৎ দুলাভাই বোনের সাথে এখানে থাকেন। সে দশম শ্রেণীতে পড়াশোনা করতেন। তার নিজ বাড়ি নাটোর জেলার সিংড়া এলাকায়।
দুলাভাই জাহাঙ্গীর জানান, আমরা নিজ সয়ন কক্ষে ঘুমিয়ে ছিলাম এসময় তার হাতে জালাপোড়া করতে থাকে তখন ঘুম থেকে উঠে দেখি সাপে কাটার মত দাগ দেখা যায়। আমার ধারণা এর আগে যেহেতু এই কক্ষে বিষাক্ত সাপ দেখা গেছে তাহলে তাকে সাপেই দংশন করেছে। পরে রাত ১টায় দিকে তাকে নিয়ে ওঝার বাড়িতে গিয়ে বিষ নামানোর চেষ্টা করি। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

Comments (০)
Add Comment