পুলিশকে চিঠি দেবে সমিতি মনে রেখো’র ছবির বিরুদ্ধে

আলমগীর,বিনোদন :
বিদেশি শিল্পী ও টেকনিশিয়ানদের বিনা ওয়ার্ক পারমিট ছারা কাজ করছে মনে রেখো’ছবিতে। কাজ করার বিষয়ে পুলিশের স্পেশাল ব্রাঞ্চকে চিঠি দিতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি।

গুলজার বলেন, “মনে রেখো’ ছবিতে নায়কসহ তিনজন শিল্পী এবং ক্যামেরাম্যান, ফাইটিং ও নৃত্য পরিচালক ভারতীয়। যথাযথ সরকারি কাগজ-পত্র ছাড়াই তাদের নেওয়া হয়েছে। আমরা পরিচালক ওয়াজেদ আলী সুমনকে সতর্ক করা সত্ত্বেও এ কাজ করায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চকে চিঠি দিচ্ছি আইনি ব্যবস্থা নেওয়ার জন্য।”

তিনি আরো বলেন, “আমাদের নিষেধাজ্ঞা সত্ত্বেও সুমন যদি বৈধ কাগজ-পত্র ছাড়া বিদেশিদের নিয়ে কাজ করে তাহলে তার পরিচালক সমিতির সদস্য পদ আজীবনের জন্য বাতিল করা হবে।”

উল্লেখ্য বুধবার পূবাইলের তাহেরপুরের একটি শুটিং বাড়িতে চিত্রায়ন হচ্ছিল ওয়াজেদ আলী সুমনের ‘মনে রেখো’র। হার্টবিট প্রোডাকশনের প্রযোজনায় নির্মিত ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করছেন মাহিয়া মাহি, কলকাতার বনি, জয়ী, তুলিকা ও বিশ্বজিৎ। ছবিটি ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্যে নির্মিত হচ্ছে।

Comments (০)
Add Comment