প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে বিশ্বের কাছে দেশকে তুলে ধরা হচ্ছে : নৌপ্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দায় আজ শনিবার দুপুরে নৌবাহিনীর ডকইয়ার্ডে ‘কিল লেয়িং’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ছবি : সংগৃহীত

নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শে আমরা এগিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে বিশ্বের কাছে দেশকে তুলে ধরা হচ্ছে। আমরা নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু করতে সক্ষম হয়েছি।’

আজ শনিবার দুপুরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দায় নৌবাহিনীর ডকইয়ার্ডে ‘কিল লেয়িং’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

 

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ১৭টি টাগবোর্ড নির্মাণের উদ্বোধন করেন।

 

অনুষ্ঠানে ডকইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান বলেন, ‘কানাডার প্রযুক্তিতে অত্যাধুনিক টাগবোট নির্মাণ করা হবে। এসব টাগবোট ব্যবহার হবে নদী নাব্যতার কাজে ব্যবহৃত ড্রেজার স্থানান্তরের কাজে।’

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌবাহিনীর সহকারী নৌপ্রধান রিয়ার অ্যাডমিরাল এম শফিউল আজম, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, ডকইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক কমডোর এস এম মনিরুজ্জামান, নৌপরিবহন সচিব মেসবাহউদ্দিন চৌধুরী।

 

বক্তারা নদীর নাব্যতা রক্ষার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, বিআইডব্লিউটিএর ৩৫ ড্রেজার ও সহায়ক জলযানসহ আনুষাঙ্গিক সরঞ্জামাদিসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় ১০টি বোলার্ড পুলের টাগবোট নির্মাণ করবে নৌবাহিনীর এই ডকইয়ার্ড। ২০২৩ সালের মে মাসে নির্মাণ কাজ শেষ হবে।

 

Comments (০)
Add Comment