ফেসবুকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকী দেওয়ায় ঠাকুরগাঁওয়ে মামলা

আল মাহামুদুল হাসান বাপ্পি, ঠাকুরগাঁও : বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য চৌধুরী তানভীর আহাম্মেদ সিদ্দিকীর ছেলে ইরাদ আহাম্মেদ সিদ্দিকী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার প্ররোচনার হুমকী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবরের ছবিকে বিকৃত করায় ঠাকুরগাঁও থানায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে এ্যাড. ইন্দ্রনাথ রায় বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় ঠাকুরগাঁও থানায় একটি মামলা দায়ের করেন।

এ্যাড. ইন্দ্রনাথ রায় জানায়, ইরাদ আহাম্মেদ সিদ্দিকী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ঘোড়ার তৈল চিত্রের ছবি দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবরের পিতা সেই ঘোড়ার চাকর ছিলেন উল্লেখ করে ছবিকে বিকৃত করে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার প্ররোচনার হুমকী দেওয়ায় ঠাকুরগাঁও থানায় মামলা হয়েছে।

ঠাকুরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান মামলা দায়ের করার কথা স্বীকার করে বলে, মামলাটি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

Comments (০)
Add Comment