বলিভিয়ায় খনি শ্রমিকদের হাতে স্বরাষ্ট্র উপমন্ত্রী খুন

আন্তর্জাতিক ডেস্ক : বলিভিয়ায় খনি শ্রমিকদের হাতে খুন হয়েছেন সেই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী রডলফো ইলানেস।
বৃহস্পতিবার স্থানীয় সংবাদমাধ্যম জানায়, প্রথমে রডলফোকে অপহরণ করে খনি শ্রমিকরা। এরপর তাকে পিটিয়ে হত্যা করা হয়।
তবে আনুষ্ঠানিকভাবে এখনো তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়নি।
দেশটির রাষ্ট্রীয় প্রসিকিউটর রামিরো গারেরো বলেন, ‘আমরা তার ব্যাপারে এখনো নিশ্চিত নই। তিনি জীবিত নাকি মৃত সে ব্যাপারেও স্পষ্ট করে কিছু বলা যাচ্ছেনা।’
তবে সরকার ৫৬ বছর বয়সী ইলানেসের অপহরণের খবর নিশ্চিত করেছে। বৃহস্পতিবার রাজধানী লা পাজ থেকে ১৬০ কিলোমিটার দূরে পান্ডোরো এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় গিয়েছিলেন ইলানেস। সেখানেই তাকে অপহরণ করা হয়।
তবে স্থানীয় রেডিও স্টেশন মাইনিং রেডিওর পরিচালক মোয়েসেস ফ্লোরেস বলেন, ‘আমরা খুব কাছ থেকেই দেখেছি যে উপমন্ত্রী ইলানেস মারা গেছেন। আমরা শুনেছি অতিরিক্ত প্রহারের কারণে মৃত্যু হয়েছে তার।’
খনিশ্রমিকরা চলতি সপ্তাহেই আইন পরিবর্তনের জন্য বিক্ষোভ করে আসছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালালে দুই শ্রমিক নিহত হন। ফলে পরিস্থিতির আরো অবনতি ঘটে।
সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, সহিংসতায় অন্তত ১৭ জন পুলিশ আহত হয়েছেন।-রয়টার্স

Comments (০)
Add Comment