বাঘায় কৃষি উন্নয়ন প্রকল্পের মাঠ দিবস দিবস পালন

বাঘা (রাজশাহী) প্রতিনিধি : আধুনিক প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে (রাজশাহী বিভাগের) কৃষি উন্নয়ন প্রকল্প এর আওতায় রাজশাহীর বাঘায় এক কৃষক মাঠ দিবস পালিত হয়। বৃহস্পতিবার বিকেলে উপজেলার চন্ডিপুর এলাকায় শতাধিক কৃষক-কৃষানীদের নিয়ে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।। এ কর্মসুচির আয়োজক ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

 

বিকাল সাড়ে তিন টায় মাঠ দিবস সভায় সভাপতিত্ব করেন বাজুবাঘা ইউপি সদস্য আলমগীর হোসেন। বাঘা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা হাফিজুল আলম এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আধুনিক প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে (রাজশাহী বিভাগের) কৃষি উন্নয়ন প্রকল্পের উপ প্রকল্প পরিচালক আমিনুজ্জামান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাঘা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর কৃষি সম্প্রসারন অফিসার কামরুল ইসলাম, যরিন তাসনিম নিলয়, কৃষক এনামুল হক ও সাবিনা ইয়াসমিন প্রমুখ।

সভায় বক্তারা প্রদর্শনি ব্রি-ধান ৮৪, ৮৮ ও ব্লাক রাইস এর উৎপাদন ব্যবস্থাপনা বিষয়ে বিস্তর আলোচনা করেন। এছাড়া জিংক সমৃদ্ধ এসকল ধানের স্বাস্থ্যগত উপকারিতা দিক তুলে ধরেন।

 

Comments (০)
Add Comment