বোনকে উত্যক্তের প্রতিবাদ, ভাইয়ের হাত ভেঙ্গে দিলো উত্যক্তকারীরা

জেলা প্রতিনিধি: বিবাহিত বোনকে উত্যক্ত করার প্রতিবাদ করায় পিটিয়ে ভাইয়ের হাত ভেঙ্গে দিয়েছে উত্যক্তকারীরা। ঘটনাটি ঘটেছে রবিবার (২৭ অক্টোবর) দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পূর্ব জগতবেড় ভেরভেরীরহাট এলাকায়।

পাটগ্রাম থানায় দেয়া অভিযোগে জানা যায়, ওই এলাকার এক মেয়েকে প্রায়ই উত্যক্ত করত একই গ্রামের আব্দুর রহমান হাজীর ছেলে রানা (২৫)। রানার পরিবার প্রভাবশালী ও কতিপয় ক্ষমতাসীন নেতার আশীর্বাদ পুষ্ট হওয়ায় স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার ও নেতাদের নিকট ঘুরেও মেয়েকে উত্যক্ত করার বিচার পাননি মেয়ের পরিবার।

ফলে বাধ্য হয়ে মেয়েটিকে একই উপজেলার ধবলগুড়ি গ্রামে মেয়েকে বিয়ে দেয় তার পরিবার। তারপরও বিভিন্ন ভাবে ওই মেয়েকে উত্যক্ত করতো রানা। এ ঘটনার প্রতিবাদ করেন ওই মেয়ের বড় ভাই সুমন। এতে ক্ষিপ্ত হয়ে গত রবিবার দুপুরে সুমনকে রানা ও তার সহযোগীরা লোহার রড দিয়ে বেধড়ক পিটিয়ে ডান হাত ভেঙ্গে দেয়। বর্তমানে সুমন পাটগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন।

মেয়ের বাবা আব্দুল গফুর বলেন, ‘থানায় অভিযোগ দিয়েছি। বিচার যদি না পাই, তাহলে আমাদের পরিবারের সবাইকে আত্মহত্যা করা ছাড়া উপায় নাই।’

অভিযুক্ত রানা বলেন, ‘মেয়েলি বিষয় নিয়ে ঝামেলা। আমি মারধর করিনি। আমার ছোট ভাই মনির চর, থাপ্পর দিয়েছে।’

পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Comments (০)
Add Comment