ব্রিটেনে হাসপাতাল থেকে ছাড়া পেলেন ‘রুশ কন্যা’

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক : ব্রিটেনে রাসায়নিক গ্যাসের শিকার সাবেক রুশ গোয়েন্দা সার্গেই স্ক্রিপলের মেয়ে ইউলিয়া স্ক্রিপল হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। তবে তার বাবা সার্গেই স্ক্রিপল এখনও হাসপাতাল থেকে ছাড়া পাননি। খবর বিবিসির।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ৩৩ বছর বয়সী ইউলিয়াকে চিকিৎসা শেষে একটি নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।
চলতি বছরের ৪ মার্চ ব্রিটেনের সলসবেরির একটি পার্কের বেঞ্চে অচেতন অবস্থায় পাওয়া যায় ডাবল এজেন্ট খ্যাত সাবেক রুশ গোয়েন্দা সার্গেই স্ক্রিপল ও তাঁর মেয়ে ইউলিয়া স্ক্রিপলকে হাসপাতালে নেয়া হয়। এরপর মঙ্গলবার মেয়ে ইউলিয়াকে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সার্গেই স্ক্রিপল হাসপাতালে থাকলেও দ্রুত সুস্থ হয়ে উঠছেন।
ব্রিটেনে বসবাসরত সাবেক এই গোয়েন্দার ওপর নার্ভ এজেন্ট গ্যাস ব্যবহার করে হত্যা চেষ্টার জন্য রাশিয়া সরকারকেই দায়ি করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। ব্রেকিংনিউজ/

Comments (০)
Add Comment